রাজধানীর বনশ্রীর একটি বাসায় অহনা রহমান (১৬) নামের এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শুক্রবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে বনশ্রী জি ব্লক, রোড-৭, ৯ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।
নিহতের বড় বোন জোহানা রহমান বলেন, “তাদের বাবা নেই। বনশ্রীর ওই বাসায় নিজেদের ফ্ল্যাটে মাসহ দুই বোন থাকেন। আ. আজিজ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী অহনা।”
জোহানা রহমান আরও বলেন, “এক ছেলের সঙ্গে অহনার প্রেমের সম্পর্ক ছিল। এ সম্পর্কে বনিবনা না হওয়ায় সে মাঝেমধ্যেই ঘুমের ওষুধ সেবন করত। শুক্রবার রাতে সবার অগোচরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সে। পরে দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল (ঢামেক) কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “অহনার মরদেহ মর্গে পাঠানো হয়েছে।”